লাইভ ক্লাসে অংশ নিয়ে বজায় রাখুন ও ঘরে বসে স্কিল অর্জন করুন
লাইভ ক্লাসে প্রবেশ করুন

কিভাবে লাইভ ক্লাসে জয়েন করবেন?

  • অনলাইন লাইভ ক্লাস করতে আপনাকে আগে যে কোন একটি কোর্স পছন্দ করে অর্ডার করতে হবে। 
  • কোর্স  অর্ডার কনফার্মেশন সফল হলে – লগিন ডিটেইলস  পেয়ে যাবেন।

গুগল মিটে কিভাবে লাইভ ক্লাসে জয়েন করবেন?

১) আপনার অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে লগিন করুন।

২) জিমেইল অ্যাকাউন্টে লগিন করার পর আমাদের ওয়েবসাইট থেকে লাইভ ক্লাসে বাটনে প্রবেশ করুন ও Password দিয়ে Enter দিন।

৩) তারপর গুগল মিটে বাটন লিংক পাবেন। লিংকে ভিজিট করলেই কিছু ইনফো আসবে পপআপ হয়ে ডিসমিস করে দিবেন এবং আপনার Camera & Microphone এর পারমিশান চাইবে Allow করবেন। Allow করার পর Ask to join বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অপেক্ষা করুন আমরা একসেপ্ট করলেই আপনি যুক্ত হয়ে যাবেন।

মোবাইল দিয়ে জয়েন করার নিয়মাবলীঃ 

১) আপনি যদি মোবাইল ব্যবহার করে জয়েন করতে চান জয়েন করতে পারবেন। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Google Meet – Secure Video Meetings এই অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করার পর অ্যাপ ওপেন করে Join with a code বাটনে ক্লিক করবেন।

মোবাইল ব্যবহার করে জয়েন করতে চান জয়েন করতে পারবেন। প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে Google Meet – Secure Video Meetings এই অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করার পর অ্যাপ ওপেন করে Join with বাটনে ক্লিক করবেন।

২) তারপর Ask to join বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর অপেক্ষা করুন আমরা একসেপ্ট করলেই আপনি যুক্ত হয়ে যাবেন।